নয়াদিল্লি: নতুন বছরের প্রথম দিন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউতে (Lucknow) এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। চারবাগ রেলস্টেশনের কাছে নাকা থানা এলাকার হোটেল মা ও ৪ মেয়েকে খুন করা হয়েছে। তাঁরা নববর্ষ উদযাপন করতে লখনউতে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, আগ্রার বাসিন্দা আরশাদ (২৪ বছর), তাঁর মা আসমা এবং ৪ বোন আলিয়া (৯ বছর), আলশিয়া (১৯ বছর), আকসা (১৬ বছর), রাহমিন (১৮ বছর) এক সঙ্গে নববর্ষ উদযাপন করতে লখনউ এসেছিলেন।
রাতে নববর্ষ উদযাপন করে হোটেলে ফিরে মা ও চার বোনকে হত্যা করে আরশাদ। ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
অভিযুক্ত আরশাদকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক কলহের জেরে এই খুন।