নয়াদিল্লিঃ রেল যাত্রীদের জন্য সুখবর। এবার আসছে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ভারতের একাধিক লোকোমোটিভ কারখানায় শুরু হয়েছে এই কোচ তৈরির কাজ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh)রায়বেরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে (MCF) এই প্রথম নতুন ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের উৎপাদন শুরু-তে শুরু হয়েছে প্রথম ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস তৈরির কাজ। এছাড়া মহারাষ্ট্রের লাতুরের মারাঠওয়াড়া রেল কোচ ফ্যাক্টরি ও চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) চালু হয়েছে এই কোচ তৈরির কাজ। চলতি বছরের নভেম্বরের মধ্যেই এই বিশেষ ট্রেন চালানো হবে বলে আশায় রেল মন্ত্রক। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিবৃতি দিয়ে বলা হয়েছে, "উত্তরপ্রদেশের রায়বেরেলির মডার্ন কোচ ফ্যাক্টরিতে (MCF) এই প্রথম নতুন ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের উৎপাদন শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামী নভেম্বরেই চালু হবে এই ট্রেন।" উল্লেখ, ২০১৯ সাল এই ট্রেনের যাত্রা শুরু হয়েছে। বর্তমানে দেশজুরে মোট ১৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা দেয়। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার ছুটতে সক্ষম এই ট্রেন। নতুন ১৬ কোচের ট্রেনটিতে আরও বিশেষ কিছু সুবিধা পাবেন যাত্রীরা এমনটাই ভারতীয় রেল সূত্রে খবর।
রেলযাত্রীদের জন্য সুখবর! পুজোর পরই আসছে ১৬ কোচের বন্দে ভারত
🚄🇮🇳 Indian Railways ramps up #VandeBharat production!
👉 New 12-coach variant now being built at MCF Raebareli, UP
👉 Till now: only 8, 16 & 20-coach formations from ICF Chennai
👉 Over 150+ Vande Bharat services already redefining passenger travel ✨
India’s semi-high-speed… pic.twitter.com/Jp7rqcb0Ei
— Infra Talks (@InfraTalksYT) September 27, 2025