নয়াদিল্লিঃ ফের গুলির শব্দে কাঁপল উপত্যকা। জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা (Kupwara)সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর শুরু গুলির লড়াই। শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দও। অনুপ্রবেশ রুখতেই এই অভিযান বলে অনুমান। এই অভিযানে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। রাত পেরিয়ে ভোরের আলো ফুটলেও এখনও জারি অভিযান। সংবাদ সংস্থা এএনআই -এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে মাচিল ও দুধনিয়াল সেক্টরে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। পাল্টা গুলি চালায় জঙ্গিরা। মুহুর্মুহু শোনা যায় বিস্ফোরণের শব্দও।
জম্মু কাশ্মীরের কুপওয়ারায় রাতভর গুলির লড়াই
এই অভিযান প্রসঙ্গে এক ভারতী সেনা কর্তা বলেন, "সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। বর্তমানে জারি অভিযান। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।" উল্লেখ্য, লক্ষ্মীপুজোর দিন অনন্তনাগের আলান গাডোল এলাকার একটি জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় সেনা। এছাড়া গত ৮ অক্টোবর উধমপুর জেলার বসন্তগড়ের ধরনি টপ এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে অভিযান শুরু করে ভারতীয় সেনা।
ফের উপত্যকায় গুলি-বিস্ফোরণের শব্দ, কুপওয়াড়া সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনা
Army Opens Fire After Spotting Suspicious Movement In J&K's Kupwara https://t.co/YiQ4xWRdjZ
— NDTV News feed (@ndtvfeed) October 14, 2025