ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিশ্ববিদ্যালয় (University) ক্যাম্পাসের (Campus)মধ্যে ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন যুগল।আচমকা তাঁদের উপর চড়াও হলেন তরুণীর প্রাক্তন প্রেমিক। সোজা তরুণীর বর্তমান প্রেমিকের উপর হামলা চালায় ওই যুবক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পেসের মধ্যে চলল গুলি। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল গোটা ঘটনা। জানা গিয়েছে, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের সর্দার বল্লভভাই প্যাটেল কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের কাছে ক্যান্টিনের বাইরে দাঁড়িয়ে কথা বলছেন এক যুবক ও যুবতী। হঠাৎ সেখানে এসে হাজির হন এক যুবক। এরপরই তরুণীর সঙ্গে থাকা যুবককে মারধর করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে এসে হাজির হন আরও কয়েকজন মুখ ঢাকা যুবক। সকলে মিলে ওই যুবককে মারতে শুরু করেন তাঁরা।

যোগীরাজ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলল গুলি

খবর পেয়ে ছুটে আসেন আক্রান্ত যুবকের বন্ধুরা। এরপরই পকেট থেকে পিস্তল বের করে যুবককে লক্ষ্য করে গুলি চালায় তাঁরা। যদিও ভাগ্যের জোরে প্রাণে বাঁচেন ওই পড়ূয়া। তদন্তে নেমে জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম রাজা। একজন প্রতিশ্রুতিমান কাবাডি খেলোয়াড় তিনি। ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক র‍য়েছে তাঁর। আর তা জানতে পেরেই তাঁর উপর হামলা চালান তরুণীর প্রাক্তন প্রেমিক। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

প্রেমিকাকে দাঁড় করিয়ে প্রাক্তন ও বর্তমান প্রেমিকের মধ্যে মারামার, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলল গুলি