হরিয়ানা: গুরগাঁও বন্দওয়াড়ি ল্যান্ডফিল সাইটে মঙ্গলবার ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে একাধিক ফায়ার সার্ভিসের গাড়ি। আগুনের কারণে গুরগাঁও-ফরিদাবাদ রাস্তা দিয়ে যাতায়াতকারী লোকজন সমস্যায় পড়েছেন।
গত রবিবার সন্ধ্যা ৫টা ২২ মিনিটে গাজীপুর ল্যান্ডফিল সাইটে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে ১৪টি ফায়ার ব্রিগেডের গাড়ি মোতায়েন করে, আগুন লাগার পর ঘটনাস্থলের চারপাশে ঘন ধোঁয়া দেখা যায়। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, আবর্জনার বিশাল পাহাড় থেকে উৎপন্ন গ্যাসের কারণে রবিবার সন্ধ্যায় ল্যান্ডফিল-এ বিশাল অগ্নিকাণ্ড ঘটে। আবর্জনার স্তূপের একাংশ ভেঙ্গে যাওয়ায় ল্যান্ডফিল সংলগ্ন টিনের প্যানেল দিয়ে তৈরি দেয়ালও ধসে পড়ে।
দেখুন ভিডিও
#WATCH हरियाणा: गुरुग्राम के बंधवाड़ी में लैंडफिल साइट पर आग लग गई। pic.twitter.com/hptfBbVh3u
— ANI_HindiNews (@AHindinews) April 23, 2024
দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শৈলি ওবেরয় জানিয়েছেন, গাজিপুর ল্যান্ডফিল সাইটে আগুন লাগার কারণ নিয়ে তদন্ত শুরু হবে। দিল্লি সরকার পরিবেশ বিভাগকে ৪৮ ঘণ্টার মধ্যে আগুন লাগার কারণ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। গ্রীষ্মের মৌসুমে এই ধরনের ল্যান্ডফিল সাইটে এই ধরনের ঘটনা রোধে একটি কর্মপরিকল্পনাও জমা দিতে বলা হয়েছে।