পাটনা, ১ ফেব্রুয়ারিঃ ঝাড়খণ্ড ধানবাদের বহুতলে ভয়াবহ আগুন (Jharkhand Fire)। অগ্নিদগ্ধ হয়ে মৃত কমপক্ষে ১৪ জন। আহত হয়েছেন ১২ জনেরও বেশি। মঙ্গলবার রাতে ঝাড়খণ্ডের ওই বহুতলে আগুন লাগে। পুলিশ সূত্রে খবর, বহুতলের দ্বিতীয় মালায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেই এই আগুনের সৃষ্টি হয়েছে। রাত ৯ টা বেজে ৩০ মিনিটের দিকে বিস্ফোরণটি ঘটে। এরপর হু হু করে আগুন ছড়িয়ে পড়ে বহুতলে।
ঝাড়খণ্ড ধানবাদের বহুতলে ভয়াবহ আগুন:
धनबाद के आशीर्वाद टावर में लगी आग अब तक 3 बच्चों समेत 14 लोगों के मौत की दुखद खबर #fire #Dhanbad #Jharkhand pic.twitter.com/5tjkDBZkH2
— Dharmendra Singh (@Dharmendra_Lko) January 31, 2023
আগুন লাগার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ এবং দমকল অফিসে। পুলিশ এবং দমকল এসে পৌঁছায় ঘটনাস্থলে। একদিকে শুরু হয় আগুন নেভানোর কাজ। আর অন্যদিকে চলে বহুতলে আটকে থাকা মানুষদের উদ্ধার কার্য। প্রাথমিক ভাবে ৬ অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়েছে।
ঝাড়খণ্ড ধানবাদের বহুতলে ভয়াবহ আগুন:
Jharkhand | Visuals from outside Dhanbad apartment where a massive fire broke out. Rescue operation is still underway at the site. pic.twitter.com/3aZZ1MnbPn
— ANI (@ANI) January 31, 2023
দমকল কর্মকর্তা জানান, বহুতলটিতে সাংঘাতিক আগুন লেগেছিল। ২৪ টি দমকল ইঞ্জিন এসে পৌঁছেছিল ঘটনাস্থলে। আগুনের ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অসুস্থ হয়েছেন বহু। তাঁদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।