Representational Image (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ সালটা ২০২৫ হলেও প্রত্যন্ত গ্রামে এখনও দুর্ভোগ কাটেনি গ্রামে এখনও নেই রাস্তা তাই বাড়ি পর্যন্ত অ্যাম্বুলেন্স যাওয়ার উপায় নেই তাই যুবতীর দেহ কাঁধে নিয়ে ১২ কিলোমিটার হেঁটে গ্রামে পৌঁছলেন পরিবারের সদস্যরা এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মান্যম জেলার চিন্তামালা গ্রামে ওই গ্রামে কোনও পাকা রাস্তা না থাকায় মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা না থাকায় 'ডোলি'তে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে ১২ কিলোমিটার পথ পায়ে হেঁটে নিয়ে যায় পরিবারের সদস্যরা

সালুরু মণ্ডলের কোদামা পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে রাস্তার দাবিতে দীর্ঘদিন আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের রাস্তার অভবে নিত্যদিন ভোগান্ত পোহাতে হয় গ্রামবাসীদের উল্লেখ্য, কয়েক মাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ওই গ্রামের এক ৪০ বছরের মহিলা দীর্ঘ লড়াইয়ের পর কয়েকদিন আগে মৃত্যু হয় তাঁর ওই মহিলার মৃতদেহ বাড়িতে আনার জন্যও একই পন্থা অবলম্বন করতে হয় গ্রামবাসীদের

 গ্রামে নেই রাস্তা, মৃতদেহ কাঁধে তুলে ১২ কিলোমিটার পথ হাঁটলেন প্রিয়জনেরা