নয়াদিল্লিঃ সেতু দিয়ে বিধায়কের (MLA) গাড়ি যাওয়ার অনুমতি থাকলেও, সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই। শনিবার উত্তরপ্রদেশের যমুনা সেতুর (Yamuna Bridge) এক ঘটনা ঘিরে শুরু হয়ছে বিতর্ক। ঘটনাটি হল, সেতু বন্ধ থাকার জন্য মায়ের মৃতদেহ নিয়ে হেঁটে যাচ্ছেন ছেলেরা। ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো। পরে তদন্ত করে জানা যায়, ওই সেতু দিয়ে মৃতদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হয়নি। তাই স্ট্রেচারে করে মৃতদেহ নিয়ে সেতু পাড় করার সিদ্ধান্ত নেয় পরিবার। চোখের জল মুছতে মুছতে সেতু পাড় করে অন্যপ্রান্তে থাকা একটি গাড়িতে করে বাড়ি নিয়ে যাওয়া হয় বাড়িতে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কানপুরে।
সেতু বন্ধ, মায়ের দেহ নিয়ে সেতু পাড় করল ছেলেরা, ভাইরাল ভিডিয়ো
এই ঘটনা নিয়ে যখন জোর বিতর্ক চলছে তখন জানা যায় ওই সেতু দিয়ে দিব্যি যেতে দেওয়া হয়েছে বিজেপি বিধায়ক অভিজিৎ সিং সাঙ্গার কনভয়। আর এরপরই জোড়াল হয় বিতর্ক। যদিও প্রশাসনের তরফে দাবি করা হয়, মেরামতির জন্য বন্ধ করা হয় সেতুটি। তাহলে বিধায়কের গাড়ি যাওয়ার জন্য অনুমতি কেন দেওয়া হল? উঠতে থাকে প্রশ্ন। এই ঘটনায় মৃতার ছেলে বলেন, "দুর্ঘটনায় আমার মায়ের পা ভেঙে যায়। কানপুরের হাসপাতালে ভর্তি ছিল মা। সেখানেই মৃত্যু হয় মায়ের। শনিবার ভোরে মায়ের মৃতদেহ নিয়ে আমি আর ভাই বাড়ি ফিরছিলাম। রাত ৯ টা নাগাদ যমুনা সেতুতে ওঠার মুখে পুলিশ আমাদের আটকায়। জানানো হয় সেতুতে গাড়ি চলাচল নিষেধ। এরপরই আমরা স্ট্রেচারে করে দেহ নামিয়ে হেঁটে সেতু পাড় হই। সেতুর অপর প্রান্তে অন্য একটি গাড়ির ব্যবস্থা করা হয়।তাতে করেই শেষ পর্যন্ত বাড়িতে নিয়ে যাই মায়ের দেজ।"
বিধায়কের যাওয়ার অনুমতি থাকলেও সাধারণের জন্য বন্ধ সেতু, মায়ের দেহ নিয়ে হেঁটে ব্রীজ পাড় সন্তানের
Hamirpur: Family Carries Mother’s Dead Body on Foot After Ambulance Stopped at Barricaded Bridge During Maintenance Work in UP, Video Surfaces#UttarPradesh #Hamirpur #Bridge | @priyarajputlive
— LatestLY (@latestly) June 29, 2025
Read: https://t.co/JcTqVbmLf9
— LatestLY (@latestly) June 29, 2025