নয়াদিল্লিঃ অসমে ভয়াবহ বিস্ফোরণ(Explosion )। গভীর রাতে কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মধ্যে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ল রেললাইনের একটা বড় অংশ। নাশকতার ছক বলে আশঙ্কা। বুধবার মধ্যরাতে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। রাত ১টা নাগাদ চিনি ভর্তি একটি মালবাহী ট্রেন যাচ্ছিল ওই লাইন দিয়ে। আচমকা তীব্র ঝাঁকুনি অনুভব করেন চালক। তড়িঘড়ি ট্রেন থামান চালক। এরপর পর্যবেক্ষণ করে দেখা যায়, ট্রেনের বেশ কয়েকটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অসম পুলিশ ও রেলওয়ে সুরক্ষা বাহিনী। এছাড়া পৌঁছয় জিআরপি ও গোয়েন্দা দল। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
অন্যদিকে রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। কয়েক ঘণ্টার জন্য ব্যহত ওই উত্তরপূর্ব শাখার ট্রেন চলাচল। পরদিন সকাল ৫ টা ২৫ মিনিতে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। এই ঘটনায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘অসম পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। আমরা বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যে ট্রেন চলাচল ফের স্বাভাবিক করতে পেরেছি।’
উৎসবের মাঝে নাশকতার ছক? মধ্যরাতে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ
🔴#BREAKING | Explosion on Assam railway track between Kokrajhar and Salakati at midnight leaving train movement disrupted for a few hours, track now fixed
NDTV's @RatnadipC reports the details pic.twitter.com/pm0Afxrwsd
— NDTV (@ndtv) October 23, 2025