নয়াদিল্লিঃ অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)বাজি কারখানায় বিস্ফোরণ(Explosion)। আগুনে ঝলসে মৃত্যু ৬ জনের। গুরুতর আহত ৮ জন। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর একটি আতশবাজি কারখানায়। জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকাই বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানা। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখার দাপট ক্রমে ভয়াবহ আকার নেয়। খবর দেওয়া হয় দমকলে। এখনও আগুন নেভানোর চেষ্টায় দমকল বাহিনী। এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁরা প্রত্যেকেই কারখানার শ্রমিক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এছাড়া গুরুতর জখম হয়েছেন ৮ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও ভিতিরে বহু শ্রমিক আটকে রয়েছেন বলে অনুমান। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। অন্যদিকে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দীপাবলির আগে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৬ কর্মীর, আহত ৮
6 People dead, dozens injured after a massive fire broke out following an explosion at a firecrackers manufacturing unit in Andhra Pradesh's Konaseema district
News18's @tweet_aneri with details @akankshaswarups | #AndhraPradesh #FireAccident pic.twitter.com/D5jIR7OfxN
— News18 (@CNNnews18) October 8, 2025