Encounter Breaks Out (Photo Credit: X)

নয়াদিল্লিঃ ফের উপত্যকায় গুলির শব্দ। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার জেলায় সিংপোরা এলাকায় অভিযানে নামে ভারতীয় সেন। গোপন সূত্রে, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে ভারতীয় সেনা। শুরু হয় এনকাউন্টার (Encounter)। পাল্টা নিরপত্তারক্ষীদের লক্ষ্য কর গুলি ছোড়ে সন্ত্রাসীরা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কিস্তওয়ারের ছাত্রুতে তিন থেকে চারজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযানে নামে ভারতীয় সেনা। গোটা এলাকায় জারি করা হয় হাই অ্যালার্ট। নিরাপত্তাদের দ্বারা ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এখনও অভিযান চলছে বলেই খবর। ভেসে আসছে গুলির শব্দ।

সকাল হতেই অ্যাকশন মুডে সেনা, সকাল সকাল জঙ্গি দমনে শুর এনকাউন্টার

প্রসঙ্গত, গত ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত জম্মু কাশ্মীর। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হতে বিঘ্নিত হয়েছে কাশ্মীরের শান্তি। ওপার থেকে আসা গুলিতে ক্ষতিগ্রস্ত একাধিক সীমান্তবর্তী গ্রাম। পরিস্থিতি খানিক স্বাভাবিক হলেই জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

ফের গুলির শব্দে কাঁপল জম্মু কাশ্মীর, সকাল সকাল জঙ্গি দমনে এনকাউন্টার সেনার