VK Singh (Photo Credit: Instagram)

দিল্লি, ১২ সেপ্টেম্বর: পাক অধিকৃত কাশ্মীর (POK) নিজে থেকেই ভারতের অন্তর্ভুক্ত হবে। আর কিছু সময় পরই পাক অধিকৃত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হবে।  এবার এমনই মন্তব্য করলেন প্রাক্তন সেনা প্রধান ভি কে সিং। প্রসঙ্গত চলতি বছরের শেষের দিকে রাজস্থানে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে রাজস্থানের দউসায় গিয়ে এমনই মন্তব্য করেন প্রাক্তন সেনা প্রধান।

 

সম্প্রতি চিন (China) একটি নয়া মানচিত্র প্রকাশ করে।  যেখানে ভারতের অরুণাচল প্রদেশকে চিনের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়।  যা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া প্রতিক্রিয়া জানান।  এমনকী লাদাখের এক ইঞ্চি জমিও চিন দখল করতে পারেনি বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে।  চিনের ওই নয়া মানচিত্রের প্রেক্ষিতে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভিকে সিংকে প্রশ্ন করা হয়।  যার উত্তরে পাক অধিকৃত কাশ্মীর কিছু সময় পর নিজে থেকেই ভারতের অন্তর্ভুক্ত হবে বলে দাবি করেন ভি কে সিং।