নয়াদিল্লিঃ দূষণের জেরে এমনিতেই প্রাণ ওষ্ঠগত। আর তার মধ্যে আবার ইথিওপিয়ায় অগ্ন্যুৎপাতের জেরে দিল্লির-সহ উত্তর ভারতের আকাশে কালো মেঘ। আর এর জেরে ব্যাহত বিমান পরিষেবা। আপাতত আজকের জন্য দিল্লি থেকে বাতিল বহু বিমান। ভোগান্তিতে যাত্রীরা।
দুই দেশের মধ্যে দূরত্ব ৪ হাজার ৫৫০ কিলোমিটার থাকলেও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের জেরে ভুগতে হচ্ছে দিল্লিকে। জ্বালামুখ থেকে নির্গত ধোঁয়া, ছাইয়ে ঢেকে গিয়েছে রাজধানীর আকাশ। এমনকী লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমানের দিকেও এগিয়ে গিয়েছে সেই ধোঁয়া। বাতাসে ভেসে বেড়াচ্ছে ছাইয়ের কুণ্ডলী। একই অবস্থা হরিয়ানা, উত্তরপ্রদেশের। শুধু তাই নয়, রাজস্থান, মহারাষ্ট্রের আকাশেও পড়তে শুরু করেছে এর প্রভাব। ছাইমেঘে ঢেকেছে পাকিস্তানের আকাশ। এর জেরে দিল্লির বাতাসের গুণমান আরও নীচে নামার আশঙ্কা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ বহু বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি। দেশের বেসামরিক বিমান পরিবহণ সংস্থা DGCA সতর্ক করেছে বিমান সংস্থাগুলিকে। অগ্ন্যুৎপাতের জেরে নির্গত ছাই এড়িয়ে চলতে বলা হয়েছে সকলকে। পরিকল্পনামাফিক রুট তৈরি করে, পর্যাপ্ত জ্বালানি নিয়ে উড়ানের নির্দেশ দেওয়া হয়েছে।
ইথিওপিয়ায় ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত, দিল্লির আকাশে নামল অন্ধকার, বাতিল একাধিক বিমান
Ethiopia’s Hayli Gubbi volcano sent an ash cloud drifting into India, forcing Air India, IndiGo, and Akasa to cancel multiple flights. DGCA told airlines to steer clear of affected airspace. Regions from Gujarat to Delhi saw flight delays as safety checks intensified. pic.twitter.com/zwEhQEU8lv
— VIZHPUNEET (@vizhpuneet) November 25, 2025