নয়াদিল্লিঃ মানসিক হেনস্থার জেরে আত্মঘাতী (Suicide)পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার (Engineer)। জাল বিল পাশের জন্য নাগাড়ে অমানবিক চাপ দেওয়া হয় তাঁকে, এমনটাই অভিযোগ। ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। এই ঘটনায় ইতিমধ্যেই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃতার নাম জোশিতা দাস। বয়স ৩০। বঙাইগাঁও জেলায় জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত সোমবার বরপাড়া এলাকার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে সুইসাইড নোটে দুই ব্যক্তির বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন তিনি। ওই নোটে ইঞ্জিনিয়ার দীনেশ শর্মা মেধি এবং পূর্বতন এসডিও আমিনুল ইসলামের বিরুদ্দজে মানসিক চাপ দেওয়ার অভিযোগ আনেন জোশিতা। তিনি জানান, অসম্পূর্ণ ও জাল বিল পাশের জন্য তাঁকে অমানবিক চাপ দেওয়া হচ্ছিল। সমস্ত কাজ তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বারবার সাহায্য চেয়েও কোনও সহযোগিতা মেলেনি বলে দাবি তাঁর। সুইসাইড নোটে তিনি উল্লেখ করেন, জমির নকশায় একাধিক অসংগতি থাকা সত্ত্বেও সেই ভুল নকশা পাশ করিয়ে দেওয়ার জন্য তাঁর উপর চাপ আসতে থাকে। তাঁকে বদলি করে দেওয়ার ভয়ও দেখানো হয়। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন জোশিতা। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জোশিতার মা। বঙাইগাঁও থানায় দায়ের হয় এফআইআর। সেই অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।
কর্মক্ষেত্রে মানসিক হয়রানি, অবৈধ কাজ করার চাপ, আত্মঘাতী সরকারি ইঞ্জিনিয়ার
Engineer Dies By Suicide, Names 2 Seniors For Forcing Her To Clear Fake Billshttps://t.co/yDh6JGEZT3 pic.twitter.com/pUPy1WuOIO
— NDTV (@ndtv) July 24, 2025