ঘটনার মুহূর্ত (ছবিঃX)

নয়াদিল্লিঃ নো হেলমেট (Helmet), নো পেট্রোল(Petrol)। মধ্যপ্রদেশ (Madhya Pradesh )জুড়ে লাগু এই নিয়ম। যদিও রাজ্যের সব পেট্রোল পাম্পেই যে এই নিয়ম মানা হয় তা নয়। কিন্তু এবার প্রকাশ্যে এল এই সংক্রান্ত একটি হাড়হিম করা ঘটনা। হেলমেট না পরে আসায়, তেল দিতে অস্বীকার করায় পেট্রোল পাম্পের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুই বাইক আরোহীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিন্দে। আক্রান্ত ব্যক্তির নাম তেজ নারায়ণ নারওয়ারিয়া। বয়স ৫৫ বছর। বিন্দ-গোয়ালিয়র জাতীয় সড়কের উপর অবস্থিত একটি পেট্রোল পাম্পে কাজ করেন তিনি।

মধ্যপ্রদেশের পেট্রোল পাম্পে চলল গুলি, ভাইরাল ঘটনার মুহূর্ত

অভিযোগ, ঘটনার দিক বাইকে চেপে পেট্রোল পাম্পে আসেন দুই যুবক। তাঁদের মাথায় হেলমেট না থাকায় তেল দিয়ে অস্বীকার করেন নারায়ণ। এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাঁধে। পেট্রোল পাম্পের কর্মী জানান, নিয়ম ভঙ্গ করতে পারবেন না তিনি। এরপরই আচমকা পকেট থেকে পিস্তল বের করে পেট্রোল পাম্পের কর্মীকে গুলি করেন তাঁদের মধ্যে এক যুবক। প্রথম গুলিটি নারায়ণের হাতে লাগে। এরপর পাম্প ছেড়ে বেরোনোর সময় আর এক যুবক পিস্তল বের করে পর পর গুলি চালান। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নারায়ণ। তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন অন্যান্য কর্মীরা। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে।

পেট্রোল পাম্পের কর্মীকে গুলি বাইল আরোহীর