ভারত সহ বিশ্বের রাজনীতিতে ক্ষমতাবান, প্রভাবশালী ও বিতর্কিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এবার তাঁর ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। ছবির নাম 'ইমার্জেন্সি'(Emergency)। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। এই ছবির প্রযোজকও তিনিই।'ইমার্জেন্সি'-র (Emergency) ফার্স্ট লুক টিজার শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।
View this post on Instagram
১৯৭৫ সালের ২৫ জুন ইন্দিরা গান্ধী ঘোষণা করেন জরুরি অবস্থার (emergency)। এরপর ২১ মাস গোটা ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'সেই মহিলাকে নিয়ে এলাম যাঁকে 'স্যর' বলা হত।