Elephant Attack in Jharkhand: মধ্যরাতে হাতির তাণ্ডবে কুঁড়েঘরের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল পরিবারের তিন সদস্যের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লেতাহার জেলায়। পরিবারের মৃত তিন সদস্যের মধ্যে রয়েছেন বাব, মা এবং তাঁদের তিন বছরের শিশু।
ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত তখন দেড়টা রাজধানী রাঁচি থেকে ৮০ কিলোমিটার দূরে মালহান পঞ্চায়েত এলাকার একটি ইট ভাটার কাছে তাণ্ডব চালায় একদল হাতি। দাঁতালদের তাণ্ডবের জেরে ঘুম ভেঙে যায় ইট ভাটার কর্মীদের। তড়িঘড়ি ইট ভাটা খালি করে পালিয়ে যায় কর্মীর দল।
ওই ইট ভাটা লাগোয়া একটি মাটির কুঁড়েঘর ছিল। যেখানে স্ত্রী ববিতা দেবী (২৬) এবং তিন বছরের মেয়েকে নিয়ে থাকতেন ফানু ভুঁইয়া (৩০)। রাতে হাতির দলের তাণ্ডব টের পায়নি তাঁরা। মাটির কুঁড়েঘরের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে বাবা, মা এবং তিন বছরের মেয়ের। শুক্রবার সকালে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশ। মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
লেতাহার বন দফতরকর্মী সূত্রে খবর, বিগত বেশ কিছু দিন ধরেই ১৪টা মত হাতি আনাগোনা করছিল ওই এলাকায়। বৃহস্পতিবার সন্ধে থেকেই এলাকাবাসীকে হাতির জন্যে সাবধান করা হয়েছিল। রাতে দাঁতালদের তাণ্ডবে প্রাণ গিয়েছে গোটা পরিবারের। মৃত পরিবারের আত্মীয়দের ৬০,০০০ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
খাবারের সন্ধানে হাতির দল মাঝে মধ্যে জঙ্গল থেকে বসতি এলাকায় হানা দেয়। হাতির পদদলে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। ঘরবারি ভেঙে চাপা পড়েও মৃত্যুর ঘটনা প্রচুর।