
নয়াদিল্লিঃ বৃষ্টিতে (Heavy Rain)বিপর্যস্ত বেঙ্গালুরু (Bengaluru)। নাগাড়ে বৃষ্টিতে ঘরবন্দি মানুষজন। ব্যহত যান চলাচল, জলমগ্ন গোটা শহর। এবার বেসমেন্টের জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted)হয়ে মৃত্যু এক বৃদ্ধ সহ এক নাবালকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ বেঙ্গালরুর বিটিএম স্টেজ-২ এর একটি আবাসনে। নিহিত ব্যক্তির নাম মনমোহন কামাথ। বয়স ৬৩। বৃষ্টিতে আবাসনে জল দাঁড়িয়ে যাওয়ায় জল সরাতে বেসমেন্টের পাম্প চালাতে গিয়েছিলেন তিনি। কিন্তু শর্ট সার্কিট হয়ে যায়। সেই সময় বেসমেন্টেই ঘোরাফেরা করছিল বছর ১২-এর এক কিশোর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু'জনের। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা এলাকায় শোকের ছায়া।
বেঙ্গালুরুর বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ২ জনের
অন্যদিকে, এখনও দুর্যোগের মেঘ কাটেনি বেঙ্গালরুর আকাশে। শেষ ২৪ ঘণ্টায় ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বেঙ্গালুরু জুড়ে। নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। মেট্রো স্টেশন থেকে শুরু করে রেললাইনে দাঁড়িয়েছে জল। আংশিক ব্যাহত রেল চলাচল। যাতায়াতের জন্য রাস্তায় নেমেছে নৌকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাস্তার জলে নৌকা চলার ছবি ও ভিডিয়ো। সোমবার নাগাড়ে বৃষ্টির জেরে পূর্ব বেঙ্গালুরুতে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম শশিকলা (৩৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে পরিচারিকার কাজ করেন। এদিন কর্মস্থলে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। একটি বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় তাঁর।
বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু, বেসমেন্টের জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধ-সহ ১২ বছরের কিশোরের
Elderly Man, 12-Year-Old Electrocuted Inside Flooded Basement In Bengaluru https://t.co/5FEEmGQVdR pic.twitter.com/lR5Ny32w4I
— NDTV (@ndtv) May 19, 2025