প্রতীকী ছবি (Photo Credit: X)

Eid-ul-Fitr: রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদুল ফিতর একই সঙ্গে উৎসব ও ইবাদতের আধ্যাত্মিক স্বাদ নিয়ে আসে মানুষের মনে। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি। ঈদের সকালে মুসলিম সম্প্রদায়ের পুরুষরা মসজিদে বিশেষ নামাজের জন্য সমবেত হন, আর মহিলারা বাড়িতে নামাজ পড়েন।

২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা। জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব-নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে, মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা আগামী ৩০ মার্চ। ওইদিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে। দক্ষিণপূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোত যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। সেই হিসেবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ ১ এপ্রিল ঈদ পালন করবেন। আর আমিরাত ও সৌদিতে যদি ২৯ মার্চ চাঁদ দেখা যায় তাহলে এর পরের দিন ভারত, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখার সম্ভাবনা থাকবে। বিশ্বের বেশিরভাগ দেশেই খালি চোখে বা আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ ঈদের চাঁদ দেখে থাকেন।

জ্যোতির্বিদ্যা সংস্থা জানিয়েছে, রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদুল ফিতর হবে ৩১ মার্চ। তবে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ১ এপ্রিল।