Photo Credit_Latestly media.com

ঈদ-উল-আজহা, ঈদ-আল-আধা কিংবা বকরি ঈদ, মুসলিম ধর্মের অন্যতম পবিত্র উৎসব। বকরি ঈদ দিয়েই শেষ হয় মুসলিম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হজযাত্রা, এই উৎসব আত্মত্যাগের-কুরবানির উৎসব।

Photo Credit_Latestly media.com

রমজান মাস শেষ হওয়ার কমবেশি ৭০ দিন পরে ইসলামিক ক্যালেন্ডার জিলহজ মাসের ১০ তারিখে কুরবানির ঈদ পালন করা হয়। ভারতে ১০ই জুলাই পালন করা হবে পবিত্র এই ঈদের উৎসব। এদিনে নামাজ শেষে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দেন ধর্মপ্রাণ মুসলিমরা। দিনটিকে উদযাপন করতে  বন্ধু স্বজনকে পাঠিয়ে দিন এই বকরি ঈদের শুভেচ্ছা বার্তা৷

Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com
Photo Credit_Latestly media.com