কলকাতা: রেশন দুর্নীতি মামলায় (Ration Distribution Case) ফের তল্লাশিতে নামল ইডি। আজ সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল মোট ১৪ জায়গায় হানা দিয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদীয়া সহ রাজ্যের চোদ্দ টি জায়গায় তল্লাশী চালাচ্ছে ইডি। রেশন দুর্নীতি মামলায় আজ বাঙুর অ্যাভিনিউতে মহেন্দ্র আগরওয়াল নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দিয়েছে। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতির টাকা ঘুরপথে ওই ব্যবসায়ীর একাধিক সংস্থায় লগ্নি হয়েছে। এখনও পর্যন্ত মহেন্দ্রর প্রায় ৯০টির বেশি কোম্পানির হদিস পাওয়া গিয়েছে। এই কোম্পানী গুলির মাধ্যমে কালো টাকা সাদা করা হতো। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডেও গত মার্চ মাসে এই মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে তল্লাশী হয়েছিলো। এছাড়া হাওড়ার পাঁচলায় রেশন ডীলার লোকনাথ সাহার গুদাম ও দোকানে তল্লাশী চলছে, জেরা চলছে লোকনাথ সাহার। প্রথমে গুদাম বন্ধ থাকলেও স্থানীয়দের সাহায্যে ইডি তালা খোলায়, পরে লোকনাথ সাহা পৌঁছন।