রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teachers Recruitment Scam) মিডিলম্যান প্রসন্ন রায় এবং শান্তি প্রসাদ সিনহার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যার মূল্য ২৩০.৬ কোটি টাকা। কলকাতা জোনাল অফিস ২ এই সম্পত্তিগুলি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করে। যার মধ্যে বেশকিছু জমি এবং একটি ফ্ল্যাট রয়েছে। এই সম্পত্তিগুলি প্রসন্ন এবং শান্তি প্রসাদের এলএলপি অধীনে বেশকিছু সংস্থার নামে নেওয়া ছিল। সেগুলিই এদিন বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
The Enforcement Directorate's Kolkata Zonal Office-II has provisionally attached immovable properties valued at Rs 230.6 crores (being land parcels and a flat), which are being held in the name of one Prasanna Kumar Roy and Santi Prasad Sinha and also in the names of various…
— ANI (@ANI) April 12, 2024