আগামী ১৩ জানুয়ারি চলতি ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরকে একটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দেবে ইস্টবেঙ্গল। আইকনিক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বিপর্যস্ত পরিস্থিতি তৈরি করতে মরিয়া লাল হলুদ। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারায় ওড়িশা। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র করেছিল জামশেদপুর। দুই দলই টেবিলের একেবারে তলানিতে থাকায় জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে। শীর্ষ ৬-এ থাকতে হলে ঘরের মাঠের দর্শকদের সামনেই সর্বোচ্চ পয়েন্ট নিশ্চিত করতে হবে ইস্টবেঙ্গলকে। নাওরেম সিং (Naorem Singh), হিমাংশু জাঙ্গরা (Himangshu Jangra), ক্লিটন সিলভাদের (Cleiton Silva) শুক্রবার মাঠে সাহস নিয়ে আসতে হবে। এইডি বুথ্রোয়েডের (Aidy Boothroy) দল রক্ষণাত্মক লড়াই করে মাত্র একটি জয় পেয়েছে।
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর?
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) ইস্টবেঙ্গল বনাম জামশেদপুরের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর?
ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুরের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে এবং জিওটিভি (JioTV) অ্যাপে।
A crucial game for both the teams who see themselves in the bottom half of the table of #HeroISL.
Who do you think will manage to move up? ?
Tune-in, tonight 7:00 PM, on?the Star Sports network and Disney+Hotstar. pic.twitter.com/ciTvFTSnrg
— Star Sports Football (@StarFootball) January 13, 2023