প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ লাগাতার কম্পন। ১২ ঘণ্টায় তিনবার ভূমিকম্পে (Earthquake) কাঁপল আন্দামান (Andaman)। মঙ্গলবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আন্দামান সাগরে তিনবার কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি। প্রথম কম্পন অনুভূত হয় মঙ্গলবার দুপুরে। আর শেষ কম্পন মঙ্গলবার মধ্যরাতে। ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজির পেশ করা রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার রাত ১.৪৩ মিনিটে আন্দামান সাগরে হানা দেয় ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২ ম্যাগনিটিউড । ভূমিকম্পের উৎসস্থল ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলে অমঙ্গল, লাগাতার ভূমিকম্পে কাঁপল আন্দামান

এর আগে দ্বিতীয় কম্পন অনুভূত হয় সন্ধ্যা ৬.৪২ মিনিটে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৭ ম্যাগনিটিউড । ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১৬ কিলোমিটার নীচে। মঙ্গলবার দুপুরেও কেঁপে ওঠে আন্দামান সাগর। এদিন দুপুর ৩ টে বেজে ৪৭ মিনিটে কম্পন অনুভূত হয়। সেবার কম্পনের মাত্রা সবচেয়ে বেশি ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২ ম্যাগনিটিউড । এই কম্পনের গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার নীচে। তবে তিন তিনবার ভূমিকম্প হানা দিলেও প্রতিবার কম্পনের মাত্রা কম হওয়ায় সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।

 ১২ ঘণ্টায় ৩ বার, পরপর ভূমিকম্পে কাঁপল আন্দামান