Air India Flight (Photo Credits: Wikimedia Commons)

থিরুভানান্থাপুরাম, ১৯ ফেব্রুয়ারিঃ মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) যান্ত্রিক গোলযোগ। রবিবার সকালে দুবাই থেকে আগত থিরুভানান্থাপুরাম গামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকশে হঠাৎ যান্ত্রিক গোলযোগ খেয়াল করেন বিমান চালক। বিমানের আপৎকালীন অনতারণের সিদ্ধান্ত নেন চালক (Air India Emergency Landing)। বিমানটির নম্বরঃ IX540।

১৫৬ জন যাত্রী নিয়ে দুবাই (Dubai) থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি রওনা দিয়েছিল থিরুভানান্থাপুরাম (Thiruvananthapuram) উদ্দেশ্যে। কিন্তু মাঝ আকাশে চালক খেয়াল করেন বিমানের চাকায় কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছে। যার ফলে বিমানটির স্বাভাবিক অবতারণ ঝুঁকিপূর্ণ। তাই বিমানের আপৎকালীন অবতারণের (Air India Emergency Landing) সিদ্ধান্ত নেন চালক। সেই মত বিমান ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এয়ার ইন্ডিয়া চালক।

ভোর ৫:৪০ এ থিরুভানান্থাপুরামের বিমানবন্দরে আপৎকালীন অবতারণ হয় বিমানটির (Air India Emergency Landing)। জীবন ঝুঁকির মুখ থেকে ১৫৬ জন যাত্রী সহ বিমান কর্মীদের সুস্থভাবে বিমানবন্দর নামিয়েছেন এয়ার ইন্ডিয়া (Air India ) চালক।