মুম্বই, ১৮ নভেম্বরঃ মাদকাসক্ত অবস্থায় প্রেমিকাকে খুন করতে উদ্যত প্রেমিক। ১৫ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে প্রেমিকাকে ঠেলে ফেলে দিল তারই প্রেমিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি প্রেমিকা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রেমিককে।
ছেলেবেলা থেকে একে অপরকে চেনে দুজনে। তখন থেকেই প্রেম তাঁদের। মাস তিনেক আগেই একটি বিপিও সেন্টারে চাকরি পায় মেয়েটি। আর পাঁচ জন প্রেমিক প্রেমিকাদের মত তাঁদের মধ্যেও ঝগড়া অশান্তি হত। কিন্তু সেদিনের অশান্তি সব সীমা লঙ্ঘন করে গেল। ১৫ তলা বিল্ডিংয়ের ছাদে জলের ট্যাঙ্কের উপর থেকে প্রেমিকাকে ঠেলে ফেলে দিল প্রেমিক।
মহারাষ্ট্রের দাহিসার এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির নাম প্রিয়াঙ্গি সিং। দুজনের মধ্যে বচসা চলাকালীন এমন কাণ্ড ঘটায় ছেলেটি। মেয়েটির বাবা থানায় ছেলেটির নামে অভিযোগ দায়ের করেন। জানায়, মদ্যপ অবস্থায় ছেলেটি তার মেয়েকে ১৮ ফুট উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে ঠেলে ফেলে দেয়। প্রেমিকাকে পূর্ব পরিকল্পনা করে খুন করতে চেয়েছিল নাকি হটকারিতার বশে এমন কাণ্ড ঘটিয়ে ফেলেছে ছেলেটি! তা খতিয়ে দেখছে পুলিশ।