Puri Jagannath Temple (Photo Credits: Wikimedia Commons)

ভুবনেশ্বর, ১২ জুনঃ প্রতিবছর রথযাত্রা (JAGANNATH RATH YATRA 2023) উপলক্ষ্যে লক্ষ লক্ষ ভক্ত হাজির হন পুরীর জগন্নাথ মন্দিরে। রথযাত্রাকে ঘিরে বিভিন্ন আচার অনুষ্ঠান, পুজো অর্চনা চলতে থাকে টানা ১০ দিন।  আগামী ২০ জুন পালিত হবে চলতি বছরের রথযাত্রা। ভক্ত সমাগমে ছেয়ে যাবে পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple)। তবে রথযাত্রার আগে পুরী পুলিশের তরফে বিশেষ ঘোষণা। রথযাত্রা উপলক্ষ্যে পুরীর মন্দির চত্বরে ড্রোন (Drone) ওড়ানো যাবে না। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এমন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পুরী পুলিশ।

১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। যে বা যারা নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের বাইরে ড্রোন ওড়াবেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন উচ্চপদস্ত এক পুলিশ আধিকারিক।

এক সিনিয়র পুরী পুলিশ (Puri Police) আধিকারিক এই প্রসঙ্গে বলেন, 'অনভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা অনিয়ন্ত্রিত ভাবে ড্রোনের ব্যবহার ভক্তদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। আমরা এর আগেও নিয়ম লঙ্ঘনের জন্য কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করেছি'।

উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরকে ড্রোন বিধি ২০২১-এর (The Drone Rules 2021) অধিনে এটিকে রেড জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাই মন্দির চত্বরে কেবলমাত্র বৈধ UIN (Unique Identification Number) ছাড়া ড্রোন বা কোন রকম গ্যাজেট ওড়ানোর অনুমিতি নেই।