
নয়াদিল্লিঃ আমেদাবাদ বিমান বিপর্যয়ের (Ahmedabad Plane Crash) মাঝেই ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া (Air India)। এবার সোনা পাচারের সঙ্গে নাম জড়াল বিমান সংস্থার। এবার সোনা পাচারের অভিযোগে গ্রেফতার এয়ার ইন্ডিয়ার এক ক্রু। শুক্রবার মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ওই কর্মীকে। ধৃতের কাছ থেকে উদ্ধার ১.৩৭ কেজি সোনা। যার আনুমানিক বাজারমূল্য ১.৪১ কোটি টাকা।
ফের সোনা পাচারের অভিযোগ, গ্রেফতার আন্তর্জাতিক বিমানের ক্রু
জানা গিয়েছে, নিউ ইয়র্কের কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে আসেন ধৃত। মুম্বই বিমানবন্দরে বিমানটি অবতরণের পরই শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, প্রথমে ডিরেক্টর অফ রেভেনিউ ইন্টেলিজেন্সের কাছে মুখ খুলতে চাননি তিনি। পরে জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন। গ্রেফতার করা হয় তাঁকে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আগেও সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জানা গিয়েছে, এই চক্রের মাথা একজন ভারতীয়। তাঁর প্ররোচনাতেই ওই চক্রের সঙ্গে জড়ান ওই ক্রু। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের মাথা পর্যন্ত পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।
ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনাপাচারের অভিযোগে গ্রেফতার ক্রু
Air India New York to Mumbai Flight Crew Member Arrested
A crew member from Air India operating the New York to Mumbai service, AI116, has been arrested by DRI for smuggling gold into country.
The arrest took place shortly after aircraft landed in Mumbai on June 13.
Read‼️:… pic.twitter.com/x9P7n09xCl
— Aviation A2z (@Aviationa2z) June 14, 2025