Stray Dogs (Photo Credit: X)

নয়াদিল্লিঃ সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। সদ্যজাতের কাটা মাথা মুখে নিয়ে ঘুরল কুকুর। খবর প্রকাশ্যে আসতেই হাসপাতালে শোরগোল। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পঞ্জাবের পাটিয়ালায়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৫ টা নাগাদ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে একটি কুকুর। ওয়ার্ডের ভিতর কুকুর দেখে আঁতকে ওঠেন রোগীর আত্মীয়রা। তাঁরা দেখেন, কুকুরের মুখে এক সদ্যজাতের কাটা মাথা। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। খবর দেওয়া হয় পুলিশে।

অন্যদিকে এই গোটা ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেন হাসপাতালের সুপার ডঃ বিশাল চোপড়া। তাঁর দাবি, হাসপাতালের বাইরে কেউ সদ্যোজাতর দেহ ফেলে গিয়েছিল। সেখান থেকেই ওই কাটা মাথা খুঁজে পায় কুকুরটি। অন্যদিকে হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটার পর থেকেই আতঙ্কে প্রসূতিরা। অন্যদিকে এই ঘটনা জানাজানি হতেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং। গোটা ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল।

সদ্যজাতর কাটা মাথা মুখে নিয়ে ঘুরছে কুকুর, প্রকাশ্যে সরকারি হাসপাতালের ছবি