প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কামারেড্ডি, ১৩ জুনঃ তেলেঙ্গনায় ফের পথকুকুরের হামলা। শিকার তিন বছরের এক শিশু। মাথায় এবং পেটে গুরুতর জখম। সোমবার তেলেঙ্গনার কামারেড্ডিতে পথকুকুরের আক্রমণের শিকার হয় তিন বছরের এক ছেলে। মুধলি গ্রামে এক অনুষ্ঠান বাড়ির বাইরে খেলা করছিল সে। আচমকা একদল পথকুকুর এসে হামলা করে তাঁর উপর। স্থানীয় লোকেরা শিশুটির চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। কুকুরদের কোনরকমে তাড়িয়ে শিশুটিকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে যান।

আরও পড়ুনঃ ফের পথকুকুরের আতঙ্ক, ক্ষতবিক্ষত বিশেষভাবে সক্ষম বালক

পথকুকুরদের হামলায় মাথায় এবং পেটে গুরুতর চোট পেয়েছে ওই শিশু, জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক। যদিও এই দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ কিংবা পুরসভা তরফে এখনও কোন মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে হায়দরাবাদে পথকুকুরের আক্রমণে এক ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছিল। সেই মৃত্যু প্রসঙ্গে তেলেঙ্গনার মন্ত্রী কে টি রামা রাও রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছিলেন, ভবিষ্যতে এই ধরণের পথকুকুরের হামলা যাতে আর না হয় তিনি সে দিকে সম্পূর্ণ তদারকি চালাবেন।