Digital Donations at Kedarnath Temple: খুলে গিয়েছে চারধাম যাত্রা। লক্ষ লক্ষ তীর্থযাত্রী প্রতি বছর চারধাম যাত্রার (Char Dham Yatra 2023) উদ্দেশ্যে রওনা দেন। ভক্ত সমাগমে একেবারে ভরে ওঠে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী। চারধাম যাত্রায় আসা ভক্তরা এবার ডিজিটাল দান করতে পারবেন। অর্থাৎ ডিজিটাল যুগে এবার ঈশ্বরের অনুদানও হবে ডিজিটালি। পেটিএম (Paytm) কিউআর কোড (QR Code) স্ক্যান করে অনলাইনেই ঈশ্বরের নামে আর্থিক দান করতে পারবেন ভক্তরা।
একাধিক সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তরাখণ্ডের (Uttarakhand) চারধাম মন্দিরে অনুদান এখন বাড়িতে বসেও সম্ভব। পেটিএম সুপার অ্যাপের মাধ্যমে সারা ভারত থেকেই ভক্তরা বাড়িতে বসে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের পবিত্র মন্দিরে দান করতে পারবেন।
চারধাম মন্দিরে ডিজিটাল দান প্রসঙ্গে পেটিএম-এর একজন মুখপাত্র বলেন, 'ভারতে কিউআর এবং মোবাইল পেমেন্টের চাহিদা যেভাবে বাড়ছে সেই কথা মাথায় রেখেই আমরা কেদারনাথ (Kedarnath) মন্দিরের দরজায় ডিজিটাল দান চালু করেছি, যাতে ভক্তরা সহজেই অনুদান করতে পারেন’।
কেদারনাথের মন্দিরে চালু 'ডিজিটাল দান'...
As pioneers of QR and mobile payments in India, we have enabled digital donations at the doors of the #Kedarnath temple & devotees can be seen scanning the Paytm QR code giving 'digital daan'.
We are continuously dedicated towards driving #financialInclusion in the country by… pic.twitter.com/W6ZOwF8ji9
— Paytm (@Paytm) April 26, 2023
তিনি আরও বলেন, কেদারনাথ মন্দিরে ডিজিটাল দান চালু করার ফলে ভক্তরা সহজেই কিউআর কোড স্ক্যান করে পেটিএম ইউপিআই (Paytm UPI), পেটিএম ওয়ালেট, পেটিএম ইউপিআই লাইট (Paytm UPI Lite), পেটিএম পোস্টপেড এবং অন্যান্য মাধ্যমে অনুদান করতে পারবেন।