রাত পেরোলেই ধনতেরাস (শনিবার, ১৮ অক্টোবর)। এই উৎসব হিন্দু ধর্মের মানুষদের কাছে গুরুত্বপূর্ণ। এই দিন লক্ষ্মীদেবী, কুবেরের সঙ্গে ধন্বন্তরির পুজো করা হয়। তাই এই তিথি ধনত্রয়োদশী এবং ধন্বন্তরি জয়ন্তী নামেও পরিচিত। এই বছর ধনতেরাসের পূজা মুহূর্ত পড়ছে-- সন্ধে ৭টা ১৬ মিনিট থেকে ৮টা ২০ মিনিট। ধনতেরাসের প্রদোষকাল সন্ধে ৫টা ৪৮ মিনিট থেকে ৮টা ২০ মিনিটের মধ্যে। ত্রয়োদশী তিথি শুরু ১৮ অক্টোবর শনিবার বেলা ১২টা ১৮ মিনিট থেকে। ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে পরের দিন ১৯ অক্টোবর রাত ১টা ৫১ মিনিটে। ১৮ অক্টোবর ধনতেরাসের পুজোর শুভ সময় হবে সন্ধ্যা ৭.১৬ থেকে রাত ৮.২০ পর্যন্ত। এই সময় দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা উচিত।
শুভ দিনে ধনসম্পদ ক্রয়ের পাশাপাশি সকলের সঙ্গে শেয়ার করে নিন শুভেচ্ছা বার্তা-

