ডেভন কনওয়ে (Photo Credits: ANI)

লন্ডন, ৩ জুন: ডেভন কনওয়ে (Devon Conway), নিউজিল্যান্ডের এই আনকোরা অপেনার ব্যাটসম্যানের নাম আজ থেকে সৌরভ গাঙ্গুলি, কেন উইলিয়ামসনের সঙ্গে উচ্চারিত হবে৷ হ্যাঁ আনকোরা তো বলতেই হবে৷ জীবনের প্রথম টেস্ট ম্যাচে খেলতে নেমে ২৫ বছর আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির ১৩১-রানের রেকর্ড ভেঙেছেন তিনি৷ দিন কয়েক আগেই চেঞ্জিং রুমে যাওয়ার সময় লর্ডসের সাম্মানিক বোর্ডের দিকে চোখ পড়ে তাঁর৷ সেখানে এই ২২ গজে ইতিহাস গড়া খেলোয়াড়দের ছবি দেকে তাঁর প্রশ্ন ছিল, এখানে নাম উঠলে ঠিক কী অনুভূতি হয়? কেন উইলিয়ামসন বলেছিলেন, এবার তোমারও নাম থাকবে এই বোর্ডে৷ তাঁর কথা সত্যি হয়ে গেল৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: মৃত্যুর হার চিন্তায় রেখে দেশে দৈনিক করোনা সংক্রমণ দেড় লাখের নিচে

জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান ডেভন কনওয়ে নিউজিল্যান্ডে এসেই জাতীয় দলের হয়ে খেলার তেমন সুযোগ পাননি৷ টি-টোয়েন্টি, ওয়ান ফরম্যাটে খেলে সন্তুষ্ট থাকতে হয়েছে৷ টানা ৩ বছর পরে মিলেছে নিউজিল্যান্ডের হয়ে বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ৷ আর ইতিহাসর আঁতুড়ঘর লর্ডসের ২২ গজে নেমেই তাক লাগালেন৷ শুধু সতীর্থ কেন উইলিয়ামসন নন যিনি এই লর্ডসেই ২০১৫-তে শতরান করেন৷ ২৫ বছর আগে এখানেই অভিষেক টেস্টে নিজের জাত চিনিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি৷ তিনি ১৩১ রান করেন৷ সৌরভের জন্ম ১৯৭২ সালে৷ এর ঠিক ১৯ বছর পরে একই দিনে পৃথিবীর আলো দেখেন ডেভন কনওয়ে৷ ক্রিকেট জীবনের শুরুটা বেশ দেরি হয়ে গেল৷ ২৯ বছরে মাঠে নেমেও প্রতিভার স্বাক্ষর রাখতে ভুললেন না এই নিউকামার৷

গত বছর অর্থাৎ ২০২০-র মার্চে নিউজিল্যান্ডের হয়ে ২২ গজে খেলার অনুমতি পেলেন ডেভন কনওয়ে৷ আইসিসি-র থেকে অনুমোদন পাওয়ার পর ইতিমধ্যেই টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন নভেম্বের৷ সেখানে শতরান না থাকলেও ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি৷ তিনটে একদিনের ম্যাচও খেলেছেন৷ জাতীয়দলের ক্রিকেটার হিসেবে এই এক বছরে তাঁর সংগ্রহে সর্বসাকুল্যে ২২৫ রান৷ যার মধ্যে রয়েছে একটা শতরানও৷