Representational Image (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দুর্ঘটনা (Accident) থেকে আক্রোশের জের ডেলিভারি বয়কে (Delivery Boy) ধাওয়া করে খুনের অভিযোগ উঠল দম্পতির বিরুদ্ধে গত ২৫ অক্টোবর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর পুট্টেনহাল্লির শ্রী রাম মন্দির এলাকায় মৃতের নাম দর্শন বয়স ২৪ ডেলিভারি বয় হিসেবে কাজ করতেন তিনি

জানা গিয়েছে, এই ঘটনার দিন অভিযুক্ত দম্পতির গাড়িতে অসাবধানতার বসে ধাক্কা মারেন দর্শন গাড়ির সামনের গ্লাস সামান্য ক্ষতিগ্রস্ত হয় এরপরই দর্শনের পিছনে ধাওয়া করে ওই দম্পতি প্রায় ২ কিলোমিটার রাস্তা বাইকটি ধাওয়া করে শ্রীরাম মন্দির এলাকার কাছে দর্শনের বাইকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মারে তারা ছিটকে মাটিতে গিয়ে পড়েন দর্শন পিছনেই ছিলেন তাঁর বন্ধু বরুণ তিনিও আহত হন দুই যুবককে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায় মনোজ কুমার এবং আরতি শর্মা নামে দুই অভিযুক্ত ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্শনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ

আক্রোশের জের! ডেলিভারি বয়কে ধাওয়া করে পিষে মারল দম্পতি