Crime over an extra-marital affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, মুক্তি পেতে প্রেমিকের সঙ্গে শলা করে স্বামীকে খুন গৃহবধূর
প্রতীকী ছবি(Photo Credit: Pixabay)

নতুন দিল্লি, ২১ অক্টোবর: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিল স্ত্রী। প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করেই স্বামীকে খুন করল সে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজধানীর রাজেন্দ্র নগরে (Rajendra Nagar) । টাইমস অপ ইন্ডিয়ার তথ্যানুসারে অভিযুক্ত গৃহবধূর নাম অনিতা। তার স্বামী অর্থাৎ মৃত ব্যক্তির নাম দয়ারাম। বছর কয়েক আগেই ওই দম্পতি রাজেন্দ্র নগরে এসে থাকতে শুরু করে। প্রতিদিন দয়ারাম কাজে বেরিয়ে গেলে অনিতা একাই বাড়িতে থাকত। একদিন এভাবেই কোনও এক কারণে বাড়ির বাইরে বেরিয়ে প্রতিবেশী যুবক অর্জুনের সঙ্গে অনিতার দেখা হয়ে যায়। প্রথম দর্শনেই প্রেম হয়েছিল তাদের। আর সেই প্রেমকে পূর্ণতা দিতে গিয়েই খুনের ঘটনা ঘটল।

যখন দয়ারাম বাড়ি থাকতেন না তখনই অর্জুন অনিতার সঙ্গে দেখা করতে আসত। দিনে দিনে তাদের সম্পর্ক পূর্ণতা পেতে শুরু করে। দুজন মাঝেমাঝেই ঘনিষ্ঠ হত। এনিয়ে পাড়ায় কানাকানি শুরু হলে দয়ারামের কানেও সেকথা পৌঁছায়। তবে সন্দেহ হলেও স্ত্রীর বিরুদ্ধে কোনও প্রমাণ না পেয়ে মুখ খোলেনি দয়ারাম। এরমধ্যে আচমকাই একদিন কাজ থেকে বাড়িতে ফির দয়ারাম দেখেন তাঁদের শোবার ঘরে অর্জুন, সঙ্গে রয়েছে অনিতাও। এরপরেও স্ত্রীকে পরিত্যাগের কথা ভাবেননি। যেহেতু তাঁদের কিশোর ছেলে রয়েছে। এদিকে চলতি বছরের গোড়ায় যুগলে পালানোর সিদ্ধান্ত নেয়। দয়ারাম দেখে পালায় ভেবেছিল এবার বোধহয় অনিতার সঙ্গে বিচ্ছেদটা হয়ে যাবে। এদিকে দয়ারাম সেসবে গা করেননি, এই দেখে পাল্টা পরিকল্পনা শুরু করে যুগলে। দয়ারামকে খুনের পরিকল্পনা। আরও পড়ুন-ফেসবুকে প্রেম, তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

এরপর আচমকাই অনিতার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে অর্জুন। উল্টে দয়ারামের সঙ্গে ভাব জমিয়ে ফেলে। ১৬ অক্টোবর দয়ারামকে (Dayaram) পানাহারের জন্য আমন্ত্রণও জানায় সে। সবই পরিকল্পনা মতোই চলছিল। সেদিন দয়ারামকে আকণ্ঠ পান করায় অর্জুন (Arjun) । ১২ পেগে হুইস্কি খেয়ে দয়ারাম যখন প্রায় অচেতন তখন তাঁকে পানশালার ছাদে এনে পিছন থেকে ধাক্কা মারে অর্জুন। তারপর দয়ারামের ফোনের ব্যাটারি ফেলে দিয়ে সেটিকে অনিতার (Anita) কাছে দিয়ে আসে। বলে, পুলিশকে ফোন করে জানাতে যে দয়ারাম ঘরেই ফোন রেখে বেরিয়েছেন সকালে। এখনও ফেরেননি। পরে পুলিশ জেরা করতেই কালপ্রিটকে ধরতে পারে। শেষে দুজনেই অপরাধ স্বীকার করে নেয়। যুগলকেই গ্রেপ্তার করেছে পুলিশ।