প্রতীকী ছবি (Photo Credits: File Image)

নয়া দিল্লি, ২ মেঃ শপিং মলের খেলনার দোকানে যৌন নিগ্রহের শিকার হল সাত বছরের মেয়ে। অভিযোগ উঠেছে খোদ খেলনার দোকানের কর্মচারীর বিরুদ্ধে। নাবালিকাকে একা পেয়ে নিজের যৌন লালসা মেটাতে চেয়েছিলেন দোকানের কর্মচারী। অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার দিল্লির প্রীত বিহার এলাকার V3S মলের একটি খেলনার দোকানে। দিদার  সঙ্গে শপিং মলে গিয়েছিল বছর সাতেকের ওই মেয়েটি। নাতনিকে রেখে দিদা শৌচালয় গিয়েছিলেন। ফাঁকতালে খেলনার দোকান দেখতে পেয়ে নাতনি একাই ঢুকে পরে সেই দোকানে। মেয়েটিকে একা পেয়ে তাঁকে যৌন হেনস্থা করে খেলনার দোকানের কর্মচারী।

আরও পড়ুনঃ দিল্লিতে আত্মহত্যার চেষ্টা তরুণীর, সহপাঠীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কর্মচারীর নাম ধিরাজ কুমার। বয়স ৩০। নাবালিকাকে হেনস্তার অভিযোগে অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে একটি পিসিআর কল আসে তাঁদের কাছে। সেই মত শপিং মলে পৌঁছান তাঁরা। নাবালিকাকে পাঠানো হয়েছে প্রয়োজনীয় কিছু মেডিক্যাল পরীক্ষার জন্যে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা এবং পকসো আইনের (POCSO Act) অধীনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত খেলনা দোকানের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।