নয়া দিল্লি, ২৭ মেঃ দিল্লির (Delhi) তিহার জেলের (Tihar Jail) মধ্যে আবারও আত্মঘাতী বন্দি। আত্মহত্যা করলেন বিচারাধীন বন্দি। ২৯ বছরের ওই বন্দিকে জেলের শৌচাগার থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। জেল কর্তৃপক্ষ সূত্রে খবর, মৃতের নাম ইমরান। গত ২৪ ফেব্রুয়ারি থেকে দিল্লির তিহার জেলে ছিলেন তিনি। সাজাপ্রাপ্ত বন্দি ছিল সে। ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ইমরানকে।
দিল্লির মডেল টাউন পুলিশ স্টেশনে ইমরানের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় সে। আরও জানা গিয়েছে, তিহার জেলের ৪ নম্বর সেলে রাখা হয়েছিল তাঁকে। জেলের ওয়ার্ড নম্বর ৬ এর কমন বাথরুমের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ইমরান। কী কারণে বিচারাধীন বন্দি আত্মহত্যা করল তা খতিয়ে দেখছে পুলিশ। এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।
উল্লেখ্য, চলতি সপ্তাহে দিল্লির তিহার জেলের শৌচালয়ে এই নিয়ে দুটি আত্মহত্যার ঘটনা ঘটল। ২০১৬ সালের এক ডাকাতির মামলায় সাজাপ্রাপ্ত বন্দি গত মঙ্গলবার জেলের বাথরুমে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়। মৃতের নাম জাভেদ। বয়স ২৬।