নয়াদিল্লিঃ দেশজুড়ে হালকা শীতের (Winter) আমেজ পড়তেই কুয়াশায় ঢেকেছে দিল্লি(Delhi)। ক্রমে আরও খারাপের দিকে দিল্লির বাতাসের গুণগত মান। বাড়ছে দূষণ। আগেই 'অতি খারাপ'-এর খাতায় নাম লিখিয়েছে দিল্লির একিউআই। আজ, রবিবার তা ছুঁল ৪০০। রেকর্ড বলছে আজ, রবিবার দিল্লির বাতাসে পিএম ২.৫ মাত্রার ধূলিকণার গড় মান ৪১২। পিএম ১০ ধূলিকনার মান ৩৭১। ঘন কালো ধোঁয়াশায় ঢেকেছে চারপাশ। বেশকিছু এলাকার AQI ৪০০-র মাত্রাও ছাড়িয়েছে। বাওয়ানার AQI ৪৩৬। যা 'সিভিয়ার' বিভাগের অন্তর্গত। এছাড়া বুরারি এবং আলিপুরের AQI ছাড়িয়েছে ৪০০-র গণ্ডি। একই ছবি অশোক বিহার ও আনন্দ বিহারে। অন্যদিকে একিউআই সামান্য কম হলেও মাত্রা ছাড়িয়েছে নয়ডার দূষণ। গ্রেটার নয়ডায় এলাকায় বাতাসের গুণগত মান ৩৬৫। খানিকটা ভাল অবস্থায় রয়েছে গুরুগ্রাম। রবিবার সকালে গুরুগ্রামের একিআই ২৫৪। যা দিল্লি ও নয়ডার তুলনায় অনেকটাই ভাল অবস্থায় রয়েছে।
অন্যদিকে ক্রমে নীচের দিকে নামছে দিল্লির তাপমাত্রা। শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েকদিন ধরে পার্বত্য অঞ্চলগুলিতে তুষারপাত শুরু হয়েছে। যার জেরেই কমছে দিল্লির তাপমাত্রা এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
শীতের আমেজে দিল্লিতে দমবন্ধ পরিবেশে, মাত্রা ছাড়াল দূষণ
Delhi's air quality slips into 'severe' category; several areas record AQI above 400
Read @ANI Story | https://t.co/5vf6ucmTei#AQI #Delhi #AirPollution pic.twitter.com/OWSscRr8vf
— ANI Digital (@ani_digital) November 9, 2025