নয়াদিল্লিঃ দিল্লি মেট্রো (Delhi Metro) ঘিরে বিতর্ক। মেট্রোর কামরায় বাক্স ভর্তি কন্ডোম উদ্ধার ঘরে ছড়াল চাঞ্চল্য। সোশ্যাল মিডিয়া রেডিটে এই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, মেট্রোর কামরা থেকে উদ্ধার হওয়া কন্ডোমগুলি সরকারি স্বাস্থ্য প্রচারের জন্য ব্যবহার করা হয়। পোস্টকারীর দাবি, পুরো বাক্সে থাকা কন্ডোমগুলির মধ্যে তিনটি প্যাকেট খোলা অবস্থায় ছিল। রেডিটে ছবিটি পোস্ট করে তিনি লেখেন, "দিল্লি মেট্রোর কামরা থেকে উদ্ধার 'নিরোধ' নামক সরকারি প্রচারের কন্ডোম।" এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক রেডিট ব্যবহারকারী লেখেন, "আগে তো বাসস্ট্যান্ড না রেলস্টেশনেই বিক্রি হত তাহলে মেট্রো আর বাদ যায় কেন?" আরেকজনের দাবি, "এগোচ্ছে ভারত। মেট্রোতেই কন্ডোম পাওয়া গেলে তো মন্দ হয় না।" কেউ কেউ আবার গোটা বিষয়টির জন্য প্রশাসনের গাফিলতিকেই দাবি করছেন। কারও আবার দাবি, কেউ ইচ্ছে করে এই কান্ড ঘটিয়ে মেট্রোর বদনাম করছেন। ইতিমিধ্যেই গোটা ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানানো হয়েছে নেটিজেনদের একাংশের তরফে।
মেট্রো থেকে উদ্ধার প্যাকেট প্যাকেট কন্ডোম, ভাইরাল ছবি
A whole bunch of condom packets… Wow, just wow! 🚇😂💥
Full Story -https://t.co/LA9jGI3fKa#Delhi #Metro #Nirodh #Viral #SocialMedia #India #Urban #Health #Contraceptives #Buzz #Trendy #PublicHealth #Vending #Awareness #Stories #OnlyInDelhi #DelhiMetro #Nirodh #ViralIndia pic.twitter.com/UuqtPkPGcF
— The Dal Chawal (@TheDalChawal) October 27, 2025