![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/06/1-17-1-380x214.jpg)
রাজধানীর বুকে আবারও কুপিয়ে খুনের ঘটনা। প্রতিবেশীর উপর 'কালো জাদু' (Black Magic) করার সন্দেহে তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার রাতে দিল্লি (Delhi) দ্বারকা জফফরপুর কলন থানা এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। খবর চাওর হতেই উত্তপ্ত গোটা এলাকা।
আরও পড়ুনঃ চিকিৎসার অছিলায় তান্ত্রিকের কাছে ধর্ষণ, সন্তানের জন্ম দিল দশম শ্রেণির ছাত্রী
পুলিশ জানিয়েছেন, মৃতের নাম সুনীল। পাড়ায় বিট্টু নামেই সকলে চিনত। আহত রাজপাল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত বিনোদের (৪৪) হাতে খুন হয়েছেন বিট্টু। তাঁকে বাঁচাতে এসেছে ছুরির কোপে আহত হয়েছেন রাজপাল (৫৮)। গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩০২ (খুন) এবং ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় মামলা রজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
পুলিশের জেরায় নিজের অপরাধ শিকার করেছেন অভিযুক্ত বিনোদ। জানিয়েছেন, সুনীল তাঁর উপর কিছু 'কালো জাদু' করেছে বলে সন্দেহ হত। আর সেই সন্দেহের বশবর্তী হয়ে তাঁকে কুপিয়ে খুন করেছেন তিনি। সুনীলকে মারার জন্যে বিনোদ ব্যবহার করেছিলেন তাঁর রান্নাঘরের একটি ছুরি।
স্থানীয় বাসিন্দা সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার কিছু দিন আগেই বিনোদের সঙ্গে সুনীলদের এক পসরা অশান্তি হয়েছিল। সুনীলের জমিতে গিয়ে শৌচকর্ম করতেন বিনোদ। সেই নিয়ে ঝামেলা বেধেছিল দুজনের মধ্যে।