প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়া দিল্লি, ৫ মেঃ দিল্লির (Delhi) এক বেসরকারি স্কুলের বাস চালককে খুন করলেন এক ব্যক্তি। স্কুলের মধ্যে বাস চালকের সঙ্গে স্ত্রীয়ের অবৈধ সম্পর্ক সন্দেহের জেরেই এই খুন, জানিয়েছেন পুলিশ।

মৃত ব্যক্তির নাম বিরেন্দ্র। বয়স ৩৫। দিল্লির গোবিন্দপুরী এলাকায় থাকতেন তিনি। খুন প্রসঙ্গে দিল্লি পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ দিল্লির মাচ্ছি মার্কেট থেকে তাঁদের কাছে ফোন আসে এক ব্যক্তি সেখানে গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছানোর আগে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে মৃতদেহ।

আরও পড়ুনঃ খেলনার দোকানে নাবালিকাকে একা পেয়ে যৌন হেনস্তা, অভিযোগ দোকানদারের বিরুদ্ধে

বাস চালকে খুনের ঘণ্টাখানের মধ্যেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত অনিল। যার স্ত্রীর সঙ্গে একই স্কুলে কর্মরত ছিলেন মৃত বিরেন্দ্র। স্ত্রীর সঙ্গে সহকর্মী স্কুল বাস চালকের অবৈধ সম্পর্ক রয়েছে, এমন সন্দেহের জেরেই খুন হতে হয়েছে বছর ৩৫ এর বিরেন্দ্রকে।