Bomb Threat, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ ১০ নভেম্বর বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা। ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ গিয়েছিল ১৮ জনের। সেই দুঃস্বপ্নের রেশ এখনও চাঙ্গা। এরই মাঝে দিল্লির নিম্ন আদালত এবং সিআরপিএফ-এর দুটি স্কুলে বোমাতঙ্ক। সাকেত কোর্ট, পাটিওয়ালা হাউস কোর্ট, তিস হাজারি কোর্টকে উদ্দেশ করে এই হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছেছে ডগ স্কোয়াড।আদালতগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জঙ্গি সংগঠনের নাম করে ই-মেল মারফত এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্কুল দু'টি দুয়ারকা এবং অন্যটি প্রশান্ত বিহারে অবস্থিত। ইতিমধ্যেই স্কুলগুলিতে উপস্থিত হয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। চলছে তল্লাশি। এই হুমকির নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। একই সূত্র থেকেই আদালতেও হুমকি এসেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি কুকুর দিয়ে চলছে তল্লাশি। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে স্কুল ও নিম্ন আদালত চত্বর। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার করা যায়নি বলেই প্রশাসন সূত্রে খবর। প্রসঙ্গত, গত ১০ নভেম্বর লালকেল্লা লাগোয়া মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় একটি গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটানো হয়। সেই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের গাড়িগুলিতেও আগুন ধরে যায়। এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে।

লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণের পর দিল্লিতে ফের বোমাতঙ্ক, স্কুল ও আদালতে চলছে তল্লাশি