ফ্যাক্ট চেক (ছবিঃX)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শোরগোল ফেলে একটি ভিডিয়ো (Video)। ভাইরাল (Viral) ভিডিয়োতে দাবি করা হয়, দিল্লির একটি মেয়েদের পিজি হোস্টেলে ব্যবহৃত কনডমের স্তূপের কারণে বন্ধ হয়ে গিয়েছে নর্দমার মুখ। "দিল্লি পিজি গার্লস হোস্টেলের পাইপলাইন কনডমের কারণে বন্ধ" এই ক্যাপশন-সহ ভিডিয়োটি শেয়ার করা হয়। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হোস্টেল নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কর্মীরা একটি ড্রেন পরিষ্কার করছেন এবং ব্যবহৃত কনডমগুলি নর্দমার ভিতরে ভেসে রয়েছে। এই ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি হতেই এই নিয়ে শুরু হয় তদন্ত। জানা যায়, আসলে এটি ভারতের ঘটনাই নয়। ভিডিওটির বেশ কয়েকটি ফ্রেম আফ্রিকা থেকে আসা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কিত। গত ১৭ অক্টোবর নাইজেরিয়ার একজন যুবক সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেন। এবং সেখানে নাইজেরিয়ার একটি বাসভবনের এই ছবি তুলে ধরেন। ফলে স্পষ্ট যে নাইজেরিয়ার একটি পুরনো ভিডিও দিল্লির একটি মেয়েদের হোস্টেল সম্পর্কে বিভ্রান্তিকর দাবি সহ প্রচার করা হচ্ছে। দর্শকদদের এই ধরনের ভাইরাল কন্টেন্ট আরও শেয়ার করার আগে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

দিল্লির গার্লস হোস্টেলের নর্দমায় ভেসে শয় শয় ব্যবহৃত কন্ডম? উঠে এল আসল ঘটনা