ইজরায়েল (Israel) হামাসের মধ্যে চলা যুদ্ধের জেরে সমস্যায় পড়েছিলেন সে দেশে অবস্থিত ভারতীয়রা। এবার ভারত সরকারের পক্ষ থেকে সে দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনতে পাঠানো হয়েছিল বিমান। অপারেশন অজয় নামে এই উদ্ধারকার্যে প্রাথমিকভাবে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল।
দিল্লি এয়ারপোর্টে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এই বিষয়ে তিনি জানান, "আমাদের সরকার কখনও কোন ভারতীয়কে ফেলে আসবে না।আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী তাঁদের রক্ষা করতে, ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশমন্ত্রক এবং বিমান কর্তৃপক্ষকে প্রতি কৃতজ্ঞতা জানাই,আমাদের দেশের ছেলেদের তাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে আনার জন্য। "
হামাসের (Hamas) আঘাতের পাল্টা হিসেবে ইজরায়েলের পক্ষ থেকেও জারি রয়েছে হামলা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। ইজরায়েলের সাধারণ নাগরিকের পক্ষ থেকে হামাসের বন্দীদের বিনিময়ে ইজারায়েলি পণবন্দীদের মুক্তির দাবি জানানো হয়েছে।এখনও পর্যন্ত দুপক্ষের মধ্যে যুদ্ধ থামানো যায়নি।
#OperationAjay: First flight carrying 212 Indian nationals from Israel, lands at Delhi airport pic.twitter.com/tKrV0WV4X9
— ANI (@ANI) October 13, 2023
#WATCH | Union Minister Rajeev Chandrasekhar says, "...Our government will never leave any Indian behind. Our government, our Prime Minister is determined to protect them, bring them back home safely. We are grateful to EAM Dr S Jaishankar, the team at the External Affairs… https://t.co/XPUDlnv3Lf pic.twitter.com/kZuaKmIYSY
— ANI (@ANI) October 13, 2023