নয়া দিল্লি, ৩ মার্চঃ গভীর রাতে দিল্লির বাদাপুর ফ্লাইওভারে (Badarpur Flyover) ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির সঙ্গে ট্রাকের জোর ধাক্কায় তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ আরও জানিয়েছে, ফরিদাবাদে এক বিবাহের অনুষ্ঠান থেকে ফিরছিলেন গাড়িতে থাকা ৭ যাত্রী। রাতে বাদাপুর ফ্লাইওভারে ওঠার পরে আচমকাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সোজা গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। এরপর উলটো দিক থেকে আসা একটি ট্র্যাক এসে ধাক্কা দেয় গাড়িটিকে। ১২টা ৪৮ নাগাদ দিল্লি পুলিশের (Delhi Police) কাছে একটি পিসিআর কল আসে। বাদাপুর ফ্লাইওভারে দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
গাড়িতে থাকা ৭ জন যাত্রীর মধ্যে তিন জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত চারজনকে উদ্ধার করে দিল্লি এইমসের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁদের অবস্থা সংকটজনক। দুর্ঘটনায় মৃতরা হলেন, রাজ (২১), সঞ্জু (৩৮), দীনেশ (২২)। তাঁরা প্রত্যেকেই ওখলার সঞ্জয় কলোনির বাসিন্দা।