কুয়াশায় মোড়া দিল্লির সকাল (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ আলোর উৎসবে দিল্লির (Delhi) বাতাসে মিশল বিষ দীপাবলির পরদিন সকালে রাজধানীর ৩৪ টি এলাকাকে 'রেড জোন' বলে ঘোষণা কোনও কোনও এলাকায় বাতাসের গুণমান ছুঁল ২০০০। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকার বাতাসের গুণমান ছিল গড়ে ৩৩৫ ৩৮ টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে বেশিরভাগেরই একিউআই ৩০০-এর আশেপাশে কিন্তু দিওয়ালি উদযাপনের পরই বিপদসীমা পার করে ফেলেছে বাতাসের গুণমান ৩৮ টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৪ টিকেই 'রেড জোন' বলে চিহ্নিত করা হয়েছে মঙ্গলবার এবং বুধবারের পর দিল্লির বাতাসের গুণগত মান আরও তলানিতে পৌঁছবে বলে আশঙ্কা করা হচ্ছে

দিওয়ালি উদযাপনের জেরে তলানিতে ঠেকল দিল্লির বাতাসের গুণমান

উল্লেখ্য, দিওয়ালির আগেই আতশবাজি পোড়ানো এবং বিক্রির ক্ষেত্রে বেশকিছু বিধিনিষেধ আরোপ করে দিল্লি প্রশাসন দিওয়ালিতে দিল্লিতে শুধুমাত্রগ্রিন ফায়ার ক্র্যাকার’ বা ‘সবুজ বাজি’ পোড়ানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এমনকী বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেয় আদালত কিন্তু তা সত্ত্বেও দূষণ নিয়ন্ত্রণ করা যায়নি তার প্রমাণ একাধিক এলাকার বাতাসের গুণমান সোমবার রাত ১০টা ৫০ মিনিটে রোহিণী এলাকায় বাতাসের মান ছিল ১০৭৯। টিগ্রি এক্সটেনশন, ডিফেন্স কলোনি বাওয়ানা এলাকায় এই মান ছিল যথাক্রমে ২০৩৭, ১৩৭৪ ১৪৫৫

দিওয়ালিতে দিল্লির আকাশে বিষ, ৩৪ এলাকাকে 'রেড জোন' বলে ঘোষণা