দীপান্বিতা অমাবস্যার দিন সন্ধ্যাবেলা পূজিত হন দীপান্বিতা লক্ষ্মী দেবী। সূর্যাস্তের পরবর্তী সময়ই এই পুজোর জন্য শ্রেষ্ঠ। সূর্যের আলো থাকাকালীন এই পুজো না করাই শ্রেয়। বলা হয় আজকের দিনে আগে অলক্ষ্মী পুজো করে তারপর পুজো করা হয় দীপান্বিতা লক্ষ্মীর। অলক্ষ্মী বাস করেন, দেবী লক্ষ্মী সেখানে থাকতে পারেন না। কারণ, দেবী লক্ষ্মী নিষ্ক্রিয়তা, অলসতা, অন্ধকার, কালো এবং তামসিক গুণ সহ্য করতে পারেন না। ‘দেবী লক্ষ্মী চঞ্চলা’ এই প্রবাদবাক্যটি বাংলায় খুবই প্রচলিত। যেখানে অলসতা, অন্ধকার এবং তামসিকতা থাকে না, দেবী লক্ষ্মী সেখানেই অবস্থান করেন। অলসতা, অন্ধকার এবং তামসিক গুণের উদয় হলেই দেবী লক্ষ্মী সেই স্থান ত্যাগ করেন।
