Christmas 2022 Decoration (File Image)

চারিদিকে খ্রিস্টমাস উৎসবের সাজো সাজো রব। তড়িঘড়ি চলছে সারা বিশ্বে উৎসবের  সজ্জা নিয়ে। খ্রিস্টমাস উৎসবের কেক কাটার মতই খ্রিস্টমাস ট্রি সাজানো হল এক অবিচ্ছেদ অংশ। তাই আসল খ্রিস্টমাস ট্রি থেকে শুরু করে নকল খ্রিস্টমাস ট্র্রি পযন্ত সকল ট্রিকে সাজানো হয়ে থাকে। এবার প্রশ্ন হল ২০২২ সালের খ্রিস্টমাস উৎসবে নানা রঙের ফিতে দিয়ে কিভাবে খ্রিস্টমাস ট্রি সাজানো যায়?

আসুন জেনেনি কিছু সহজ উপায় যা আপনাকে খ্রিস্টমাস ট্রি সাজানোর কাজে সাহায্য করতে পারেঃ

খ্রিস্টমাস ট্রি উপকূলীয় চেহারাঃ প্রথমে নীল এবং সাদা রঙের সুতো ব্যবহার করে গাছটিকে একটি সুন্দর উপকূলীয় চেহারা প্রদান করতে হবে। এছাড়া আপনি গাছের ফাকা জায়গাগুলিতে হালকা নীল এবং রূপালী রঙের ফিতা ব্যবহার করে, গাছের সুন্দরতা বৃদ্ধি করতে পারেন।

রোজ গোল্ড ফিতার ব্যবহারঃ  গাছটিকে তুষারময় করে তোলার জন্য গাছের শাখাগুলিতে রোজ গোল্ড ফিতার ব্যবহার করতে পারেন।এছাড়া গাছের মার্জিত চেহারা দিতে সোনালী এবং গোলাপি বল এবং ফিতার ব্যবহার করুন।

হলুদ ফিতার ব্যবহারঃ গাছ বলেই কি শুধু সবুজ রঙের ব্যবহার করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি গাছে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য হলুদ রঙের ফিতাও ব্যবহার করতে পারেন।

ক্লাসিক খ্রিস্টমাস ট্রিঃ  যদি আপনি একটি খ্রিস্টমাস ট্রি কে ক্লাসিক লুক দিতে চান তাহলে লাল এবং সাদা রঙের ফিতা ব্যবহার করতে পারেন। তাতে আপনার মন মতো একটি ক্লাসিক রূপ পাবে গাছটি।

নানা রঙের বলের ব্যবহারঃ  খ্রিস্টমাস ট্রি সাজানোতে সম্পূর্ণতা আনতে ফিতা দিয়ে বল বানিয়ে তা গাছের শাখায় লাগিয়ে দিতে পারেন।  এক্ষত্রে আপনি সাদা, লাল, এবং গোল্ডেন রঙের ফিতা ব্যবহার করতে পারেন।

খ্রিস্টমাস ট্রিকে সাজানো জন্য অনেকেই নানা ধরনের সামগ্রী ব্যবহার করে থাকেন। তবে এত কিছু ব্যবহার না করেও শুধু মাত্র একটি মোটা গোল্ডেন ফিতার ব্যবহার করে আপনার গাছের সুন্দরতা বৃদ্ধি করতে পারেন।