নয়াদিল্লিঃ গ্রেটার নয়ডায় যৌতুকের দাবিতে বধূকে পুড়িয়ে মারার ঘটনার পরই সামনে আসছে এই ধরনের একাধিক ঘটনা। এবার এই তালিকায় যুক্ত হল উত্তরপ্রদেশের নাম। পণের দাবিতে বধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল খোদ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার নারাংপুর গ্রামে। নির্যাতিতার নাম পারুল। ১৩ বছর আগে এক পুলিশ কনস্টেবলের সঙ্গে বিয়ে হয় তাঁর। অভিযোগ, বিয়ের ১৩ বছর পরও যৌতুকের জন্য অত্যাচার করা হত ওই বধূর উপর। মঙ্গলবার মারধর করে পারুলের গায়ে আগুন লাগিয়ে দেয় শ্বশুরবাড়ির লোকজন। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে দিল্লির হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্যাতিতা। এই ঘটনায় জামাই দেবেন্দ্র-সহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পারুলের মা। অভিযুক্তের তালিকায় রয়েছেন দেবেন্দ্রর মা ও পরিবারের ৪ পুরুষ। ঘটনার পর থেকে পলাতক সকলেই। তাঁদের খুঁজছে পুলিশ।
ফের পণের দাবিতে অত্যাচার, স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে খুনের চেষ্টা পুলিশ কনস্টেবলের
Days After Noida Tragedy, UP Nurse Set Ablaze By Police Constable Husband Over Dowryhttps://t.co/MRdqhpfigf
— ABP LIVE (@abplive) August 27, 2025