Ashok Tanwar Joins BJP (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ২০ জানুয়ারিঃ তিন বছরে ৩ বার দলবদল। হরিয়ানার তরুণ নেতা অশোক তানওয়ার এবার আম আদমি পার্টি ছেড়ে বিজেপিকে যোগ দিলেন (Ashok Tanwar)। গতকালই দলত্যাগ করেন তিনি। আজ শনিবার দিল্লিতে (Delhi) বিজেপির সদর দফতরে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে (BJP) যোগ দেন অশোক।

দলবদলের রেকর্ড রয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া অশোক তানওয়ারের (Ashok Tanwar)। গত ৩ বছরে চোখের পলকে তিনবার পার্টি বদলে ফেললেন তিনি। অশোক তানওয়ারের রাজনৈতিক কেরিয়ার শুরু হয়েছিল যুব কংগ্রেস হাত ধরে। ২০১৯ সালে তিনি কংগ্রেস ছেড়েছিলেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তিনি তৃণমূলে (TMC) যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যে অশোকের তৃণমূল সফর শেষ হয়। ২০২২ সালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) উপস্থিতিতে আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) যোগ দেন তানওয়ার। রাহুল, মমতা, অরবিন্দের হাত ছেড়ে এবার মোদীর হাত ধরেছেন তিনি।

বিজেপিতে যোগ অশোক তানওয়ারের... 

মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নেতৃত্বে ২০১৪ সাল থেকে হরিয়ানায় (Haryana) ক্ষমতায় রয়েছে বিজেপি। তাই দলে তানওয়ারের যোগদান নিয়ে আশাবাদী শাসক দল। রাজ্যে তাদের ভোটগুলিকে একত্রিত করতে সহায়তা করবেন তিনি, এমনটাই মত শীর্ষ নেতাদের। চব্বিশের শেষে হরিয়ানায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা।